এবার কন্যাশ্রীর আওতায় সবাই! নানা সুবিধার কথা ঘোষণায় মুখ্যমন্ত্রী, জেনে নিন বিস্তারিত


রাজ্যের এবার সব কন্যাকেই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হচ্ছে। কন্যাশ্রী দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, রাজ্যে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ও খোলা হবে।

কন্যাশ্রীর সুবিধা পেতে এবার সিলিং আর কোনও বাধা নয়। তুলে দেওয়া হয়েছে বার্ষিক আয়ের সীমা। অর্থাৎ সব কন্যাকেই আনা হচ্ছে কন্যাশ্রীর আওতায়। এরজন্য বার্ষিক ২০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই কন্যাশ্রীরা ২ লক্ষ কোটি টাকা নিয়ে আসবে।

অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী বলেন, কন্যাশ্রীর নামে লঞ্চ আছে, ভবন আছে। এবার কন্যাশ্রীর নামে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতর কন্যাশ্রীদের চাকরির পরীক্ষায় উপযুক্ত করে তুলতে প্রশিক্ষণের বন্দোবস্ত করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।