বাঙালির মুখে হাসি ফুটিয়ে দিঘায় উঠল ১০০ টন ইলিশ


দিঘা: ঘোর বর্ষা৷ তবুও বাজারে মিলছিল না ভালো ইলিশ৷ আর যদি বা পাওয়া যাচ্ছিল তার দাম মধ্যবিত্তের নাগালের বাইরে৷ খাদ্য রসিক বাঙালির মুখ বেজার৷ তবে এবার স্বস্তির খবর৷ নিম্নচাপের দুর্যোগ থামতেই মঙ্গলবাই বিপুল পরিমাণ ইলিশ উঠল দিঘায়। ১০০ টনেরও বেশি ইলিশ ধরা পড়ায় খুশি মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে ভোজন পিপাসুরা৷

মৎস্যজীবীদের সংগঠন দিঘা ফিসারমেন এন্ড ফিশ ট্রেডার্স এসোসিয়েশনের তরফে নবকুমার পয়ড়ার দাবি, ''আগামী কয়েকদিন আরও বেশি পরিমাণ ইলিশ উঠবে সমুদ্র থেকে।'' রেকর্ড সংখ্যক ইলিশ ওঠায় মাছের রাজা ইলিশের আকাল মিটবে বলে আশা। দামও আরও সস্তা হওয়ারই সম্ভাবনা ৷ যা মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের জন্য অবশ্যই সুখবর ৷ এদিন দিঘা মোহনার ৪০০-৫০০ গ্রাম পাইকারি মাছের দাম ছিল ৩০০-৩৫০ টাকা৷ আর তার বেশি ওজন হলে তার দাম ৫০০-৫৫০-র মধ্যে।

জুলাই মাসের মাঝামাঝি সময়ে থেকে লাগাতার নিম্নচাপ তৈরি হওয়ায় সঙ্কটে পড়েছিলেন মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ীরা। মাছের আকাল তৈরি হয়েছিল সর্বত্র। দিঘা ফিসারমেন এন্ড ফিশ ট্রেডার্স এসোসিয়েশনের পক্ষে পরিচালক নবকুমার পয়ড়া বলেন," ইলিশ নাগালে থাকলেও আমরা ধরতে পারিনি।নিম্নচাপের দুর্যোগের কারণে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে মৎস্য শিকার বন্ধ ছিল। কয়েকদিন আগে আবহাওয়া অনুকূলে হতেই সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা।পরিবেশ এখন ইলিশ উপযোগী।''