নিম্ন ও মধ্যবিত্তদের সস্তায় ফ্ল্যাট দেবে রাজ্য় সরকার, চালু হচ্ছে ‘নিজশ্রী' প্রকল্প


কলকাতা: নিম্ন ও মধ্যবিত্তদের জন্য বড়সড় ঘোষণা রাজ্য সরকারের ৷ বাংলায় এবার 'নিজশ্রী' প্রকল্প চালু করবে রাজ্য সরকার ৷ তবে, এক্ষেত্রে জমির দাম নেবে না রাজ্য সরকার ৷ কারণ সরকারি জমিতেই তৈরি হবে 'নিজশ্রী' প্রকল্পের আবাসন ৷ ফলে জমির জন্য অতিরিক্ত কোনও মূল্য দিতে হবে না ৷ বুধবার রাজ্য়সভার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ৷

এই প্রকল্পে যাঁদের আয় ১৫০০০ টাকার নীচে, তাঁরা এক কামরার ফ্ল্যাট পাবেন ৷ ৩৭৮ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট পাবেন তাঁরা । অপরদিকে, যাদের আয় ৩০,০০০ টাকার নীচে, তাঁরা ২ কামরার ৫৫৯ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট পাবেন ৷ প্রসঙ্গত, এক কামরার ফ্ল্যাটের দাম ৭.২৮ লক্ষ এবং ২ কামরার ফ্ল্যাটের দাম ৯.২৬ লক্ষ টাকা ৷ অর্থাৎ ১৫ থেকে ৩০ হাজার টাকা অবধি যাদের আয়, তারাই এই ফ্ল্যাট পেতে পারেন ৷ অনলাইনে আপনিও আবেদন জানাতে পারেন এই ফ্ল্যাটের জন্য ৷ লটারির পর মিলবে এই ফ্ল্যাট ৷

মঙ্গলবার ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ৷ এই সমস্ত ফ্ল্যাট পাওয়া যাবে একেবারেই বিনামূল্যে ৷ রাজ্যে মোট ৫০ হাজার ফ্ল্যাট তৈরি হবে ৷ আজ থেকে দেড় বছর পরই ফ্ল্যাট দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর ৷