পদ্মাপারে ভোট: দুটি কেন্দ্রে হাসিনা, মাশরাফি প্রার্থী হতেই উচ্ছ্বাস


ঢাকা: উচ্ছ্বাসে ভাসছে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ৷ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অগণিত নেতা-কর্মীদের ভিড় থেকেই স্লোগান জয় বাংলা… জয় বাংলা৷ দলীয় নেতারা প্রার্থী হিসেবে মনোনীত হয়ে বেরিয়ে আসতেই যেন বিজয়ের উৎসব শুরু হয়ে গেল নির্বাচনের আগেই৷ দলীয় সূত্রে খবর, চেনা পরিচিত হেভিওয়েট নেতা ও মন্ত্রীরা তাঁদের পুরনো কেন্দ্র থেকেই লড়াই করবেন৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের ঘিরে চলছে আলোচনা৷

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা লড়াই করছেন তাঁর পুরনো কেন্দ্র গোপালগঞ্জ ৩ নম্বর আসন থেকে৷ এর পাশাপাশি তিনি লড়াই করবেন রংপুর-৬ আসন থেকেও৷

দলটির অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে চিহ্নিত মাশরাফি বিন মোর্তাজা৷ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই ক্রিকেটার নড়াইল-২ নম্বর আসনেই প্রার্থী হলেন৷ যদিও আগে থেকেই তাঁর সমর্থনে এলাকায় শুরু হয়ে গিয়েছিল মিছিল ও প্রচার৷

এরপরেই থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম৷ তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন নোয়াখালি-৫ কেন্দ্রে৷ অপর গুরুত্বপূর্ণ নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লড়ছেন ঢাকা-১২ আসনে৷

মৎস্য মন্ত্রী তথা অন্যতম সংখ্যালঘু মুখ নারায়ণ চন্দ্র চন্দ্র নামছেন খুলনা-৫ কেন্দ্রেই৷ প্রাক্তন বিদেশমন্ত্রী তথা অন্যতম নেত্রী দীপু মনি টিকিট পেয়েছেন চাঁদপুর-৩ কেন্দ্রে৷

সকাল থেকেই দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকদের ভিড় রয়েছে। মনোনয়নের চিঠি নিয়ে বেরিয়ে এসে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের কর্মী-সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখর বঙ্গবন্ধু এভিনিউ।