আমেরিকাকে শিক্ষা দিতে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান ইরানের


তেহরান: বিগত বেশ কিছুদিন ধরেই ইরান-আমেরিকার সম্পর্কে চাপানোতর চলছে৷ আর সেই কারণেই একের পর এক বিধিনিষেধ আরোপ থেকে পদক্ষেপ গ্রহণ করে চলেছে আমেরিকা৷

তবে এবার ইরান তার মতো করেই এর পাল্টা দিতে শুরু করেছে৷ ইরানের প্রেসিডেন্ট হসন রুহানি আগেই মার্কিন প্রেসিডেন্টকে যুদ্ধের হুমকি দিয়েছিলেন৷ আর এবার ফের এক বিতর্কিত বক্তব্য পেশ করলেন তিনি৷ আর তার এই বক্তব্যের জেরে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে অনেকেই৷

ইরানের প্রেসিডেন্ট হসন রুহানি
জানা গিয়েছে, হসন রুহানি আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বিশ্বের সব মুসলিমকে একত্রিত হতে বলেন৷ আর তার এই বক্তব্যকে অনেকেই পরিষ্কার উস্কানি বলে মনে করছেন৷ এর সঙ্গে রুহানি এও বলেছেন, সৌদির সকলে তার ভাই আর তাদের তেহরানকে ভয় পাওয়ার কোনও কারণ নেই, কারণ তাদের সব লড়াইয়ে ইরান সৌদির সঙ্গে রয়েছে৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রসঙ্গত, বেশ কিছু সময় আগে, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভেঙে বেরিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তখন থেকেই দুই দেশের মধ্যে ঠাণ্ডা লড়াই জারি রয়েছে৷

সেই সঙ্গে আমেরিকা বেশ কিছু দেশকে ইরান থেকে তেল কিনতেও নিষেধ করেন৷ যার ফলে ইরানকে বড়সড় ক্ষতির সম্মুখীনও হতে হয়৷ সব মিলিয়ে এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে ফুঁসছে ইরান৷ আর তার মধ্যে ইরানের প্রেসিডেন্টের বক্তব্য যে আগুনে অনেকটা ঘি ঢেলে দিল তা বলাই বাহুল্য৷