সর্দার প্যাটেল প্রধানমন্ত্রী হলে কৃষকদের এত দুর্দশা হত না: মোদী


ভোপাল: 'মিথ্যা প্রতিশ্রুতি' নিয়ে বাকযুদ্ধে জড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাহুল গান্ধীর অভিযোগ মিথ্যা প্রতিশ্রুতি দিতে মোদীর দলের জুরি মেলা ভার৷ ওই একই অভিযোগে রাহুলকে নিশানা করতে ছাড়েননি নরেন্দ্র মোদীও৷ মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে এসে মোদীর কটাক্ষ, প্রয়াত প্রধানমন্ত্রীর 'গরিবি হঠাও' স্লোগান মিথ্যা কিনা আগে জবাব দিক কংগ্রেস৷

শনিবার রাজ্যের মান্দসৌরে প্রচারে আসেন প্রধানমন্ত্রী৷ গত বছর কৃষক বিদ্রোহের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল মান্দসৌর৷ সেই বিক্ষোভে ছয় কৃষকদের মৃত্যু হয়৷ এদিন সেখানে প্রচারে এসে কৃষকদের দুর্দশার জন্য কংগ্রেসকেই দায়ী করেন মোদী৷ তাঁর অভিযোগ, কংগ্রেসের ভ্রান্ত নীতির ফল ভোগ করছে কৃষকরা৷ তাদের জন্যই আজ কৃষকদের এত দুর্দশা ভোগ করতে হচ্ছে৷ জানান, এমনটা হতো না যদি সর্দার প্যাটেল দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন৷ মোদী বলেন, ''অর্ধশতাব্দী ধরে দেশে কংগ্রেসের শাসন ছিল৷ কিন্তু কৃষকদের জন্য কী করেছে তারা? কংগ্রেসের ভুল নীতির খেসারত আজও দিতে হচ্ছে কৃষকদের৷ তাদের জন্যই কৃষকদের এতো দুর্দশা৷ আর এখন তারা বিজেপিকে এর জন্য দায়ী করে৷ এমন অবস্থা হতো না যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী সর্দার প্যাটেল হতেন৷''

মধ্যপ্রদেশে ভোট প্রচারে এসে রাহুল বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ এনেছিলেন৷ জানিয়েছিলেন, ২০১৪ সালে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে বিজেপি৷ এদিন পাল্টা কংগ্রেসকে তোপ দাগেন মোদী৷ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গরিবি হঠাও স্লোগান তুলেছিলেন৷ কিন্তু দেশ থেকে গরিবি তো যায়নি৷ তাহলে সেই স্লোগান কি মিথ্যা ছিল? জবাব দিক কংগ্রেস৷

পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে কেবলমাত্র একটি সম্প্রদায়কে তুষ্ট করার অভিযোগ তোলেন তিনি৷ জানান, গণতন্ত্রকে অপমান করে কংগ্রেস নেতারা কেবলমাত্র একটি সম্প্রদায়ের কাছে ভোটভিক্ষা করেছে৷ আসলে মোদী কংগ্রেস নেতা কমল নাথকে টার্গেট করেছেন৷ গত সপ্তাহে কমল নাথের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়৷ সেখানে তাঁকে মুসলিম নেতাদের উদ্দেশে বলতে শোনা গিয়েছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে ৯০ শতাংশ ভোট যেন কংগ্রেসের ঝুলিতে যায়৷