হত্যার ছক! হাফিজের নির্দেশে মোদীর গতিবিধিতে নজর লস্কর জঙ্গিদের

হাফিজ সইদ

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক কষছে লস্কর-ই-তইবার স্লিপার সেল, এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে ইন্টালিজেন্স ব্যুরোর ইন্টারনাল সিকিওরিটি৷ কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের নির্দেশে এই স্লিপার সেল মোদীর গতিবিধির ওপরও নজর রাখছে বলে জানানো হয়েছে৷

টাইমস নাও-এ প্রকাশিত খবর থেকে জানা যায়, এই জঙ্গি সংগঠনের সদস্যরা প্রধানমন্ত্রীর ৭ লোক কল্যাণ মার্গ থেকে সাউথ ব্লক অফিসে যাতায়াতের ওপর নজর রাখছে৷ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের নির্দেশেই এই হামলার ছক কষা হচ্ছে বলে এই খবর প্রকাশ্যে আসার পরই ফের সুরক্ষা ব্যবস্থার দিকটি ভালো করে খতিয়ে দেখা হচ্ছে৷

প্রসঙ্গত, ২৬/১১ মুম্বি হামলার আগে ডেভিড কোলম্যান হেডলিকেও এই ধরণের নির্দেশ দিয়েছিল লস্কর-ই-তইবা৷ সরকারের সমস্ত স্ট্র্যাটেজিক লোকেশনে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল মুম্বইয়ের এই স্লিপার এজেন্টকে৷

তবে মোদী ছাড়াও, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও নিরাপদ নন বলে জানা গিয়েছে৷ শুধু লস্কর নয়, জইশ-ই-মহমম্দ, হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠন থেকেও প্রতিনিয়ত হুমকি আসছে বলে জানা যায়৷ চলতি বছরের মে মাসেই উবেদ আহমেদ মির্জা এবং মহম্মদ কাসিম স্টিমবারওয়ালা নামে দুই আইএসআইএস সন্দেহভাজনের বিরুদ্ধে গুজরাত অ্যান্টি-টেররিজম স্কোয়াড চার্জশিট ফাইল করে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে৷ জানা যায়, মোদীকে টার্গেট করতে রাশিয়া থেকে স্নিপার রাইফেল আনারও ব্যবস্থা করা হয়েছিল৷