প্রি-কোয়ার্টারে নিজের জায়গা পাকা করে নিল ব্রাজিল


মস্কো: টুর্নামেন্টের সব থেকে বড় অঘটনের শিকার হয়ে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপ থেকে বিদায় নিলেও নির্বিঘ্নে প্রি-কোয়ার্টারের জায়গা নিশ্চিত করল ব্রাজিল৷ ছন্দবদ্ধ ফুটবলে 'ই' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে পরাজিত করল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা৷

শেষ ষোলোর টিকিট পকেটে পুরতে ব্রাজিলের প্রয়োজন ছিল নূন্যতম একটা ড্র৷ অর্থাৎ সার্বিয়াকে আটকে দিতে পারলেই পরের রাউন্ডে যাওয়া আটকাত না সাম্বা ব্রিগেডের৷ তবে হারলে ছিককে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল৷ এই অবস্থায় প্রত্যাশার প্রবল চাপ কাঁধে নিয়েই মাঠে নেমেছিলেন নেইমাররা৷ যদিও ম্যাচে কোনও কিছুরই প্রভাব পড়তে দেয়নি ব্রাজিল৷ পরিচিত ছন্দে প্রতিপক্ষ রক্ষণকে সারাক্ষণ আতঙ্কে রাখেন জেসুসরা৷ সুযোগ মতো জোড়া গোলে জয় নিশ্চিত করেন পাউলিনহো ও থিয়াগো সিলভা৷

ম্যাচের দুই অর্ধে দু'টি গোল করে ব্রাজিল৷ ৩৬ মিনিটের মাথায় কুটিনহোর বাড়ানো বল সার্বিয়া গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ করে নিখুঁত নিশানায় জালে জড়িয়ে দেন পাউলিনহো৷ ৬৮ মিনিটে নেইমারের কর্ণার কিক থেকে হেডারে ব্রাজিলের দ্বিতীয় গোলটি করেন সিলভা৷

সার্বিয়ার বিরুদ্ধে জয়ের সুবাদে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল৷ ফলে প্রি-কোয়ার্টারে 'এফ' গ্রুপের রানার্স মেক্সিকোর সঙ্গে লড়াই চালাতে হবে নেইমারদের৷

বল দখলের লড়াইয়ে ব্রাজিলের একতরফা আধিপত্য ছিল, এমনটা বলা যাবে না মোটেও৷ শতাংশের বিচারে ব্রাজিল এগিয়ে ছিল ৫৬-৪৪ ব্যবধানে৷ সার্বিয়া ব্রাজিলের তেকাঠি লক্ষ্য করে শত নিয়েছে ১০বার৷ যদিও মাত্র একবারই সঠিক লক্ষ্যে ছিল বল৷ সেখানে ব্রাজিল ১৩ বার শট নিয়ে ৬ বার সঠিক লক্ষ্যে বল রাখতে সক্ষম হয়৷