বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন মনু


নয়াদিল্লি: আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে দেশকে সোনা এনে দিলেন ভারতের মনু ভাকের৷ বুধবার জার্মানির সুলে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন ভারতীয় কিশোরী৷ ব্রোঞ্জ জিতেছেন অনিশ ভানওয়ালা৷

বছর ষোলোর মনু ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৪২.৫ পয়েন্ট নিয়ে সোনা জেতেন৷ আর ২৫ মিটার ব়্যাপিড ফায়ারে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতে নেন অনিশ৷ এই নিয়ে চলতি বছরে আইএসএসএফ(ইন্টারন্যাশানাল শুটিং স্পোর্টস ফেডারেশন) টুর্নামেন্টে সাতটি সোনা জেতেন মনু৷

এই সাতটি সোনার মধ্যে মনু তিনটি গলায় ঝুলিয়েছেন বিশ্বরেকর্ড গড়ে৷ মনু ও অনিশের সোনা জয়ের পর টুর্নামেন্টে ভারতের ঝুলিতে পদকের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৷ যার মধ্যে ৯টি সোনা, একটি রুপো ও সাতটি ব্রোঞ্জ রয়েছে৷ এর আগে দলগত বিভাগে ১৬৯৪ স্কোর করে ব্রোঞ্জ জেতেন মনু৷

চিনের কাইমান লুকে পিছনে ফেলে সোনা জেতেন মনু৷ কাইমানের স্কোর ২৩৬.৯৷ অর্থাৎ ৫.৬ পয়েন্টে এগিয়ে থেকে প্রথম হন ভারতীয় শুটার৷ ২১৬.২ স্কোর করে ব্রোঞ্জ জেতেন চিনের লি৷

কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন অনিশের এটি চলতি বছরে চতুর্থ আন্তর্জাতিক পদক৷ এই বিভাগে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের মাতেজ রামপুলা আর রুপো জিতেছেন চিনের জুয়েমিং ঝ্যাং৷