দেশের আদালতগুলিতে জমে না কি সাড়ে তিন কোটি মামলা!


নয়াদিল্লি: বিচারের আশায় বসে মামলাকারীরা৷ কিন্তু বিচার মিলছে কই?

দেশের আদালতগুলিতে পাহাড় সমান জমে মামলা৷ অমীমাংসিত মামলার সংখ্যাটা তিন কোটি ছাপিয়ে গিয়েছে৷ যা সর্বকালের রেকর্ড৷ এই পরিস্থিতিতে দেশের সব হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে সতর্ক করে দিলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র৷

ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের পরিসংখ্যান অনুযায়ী সবথেকে খারাপ অবস্থা উত্তরপ্রদেশের৷ ৬১ লক্ষ ৫৮ হাজার মামলা জমে যোগীর রাজ্যে৷ তার পরেই আছে মহারাষ্ট্র৷ এখানে ৩৩ লক্ষ ২২ হাজার মামলা জমে৷ ১৭ লক্ষ ৫৯ হাজার মামলা জমিয়ে তৃতীয়ে আছে পশ্চিমবঙ্গ৷ চতুর্থে ও পঞ্চমে আছে যথাক্রমে বিহার ও গুজরাত৷ এই দুই রাজ্যেই জমে থাকা মামলার সংখ্যা যথাক্রমে ১৬ লক্ষ ৫৮ হাজার এবং ১৬ লক্ষ ৪৫ হাজার৷

হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ছাড়া দেশের অন্যান্য আদালতগুলিতে মোট অমীমাংসিত মামলার সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ৷ এর সঙ্গে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা জমে যথাক্রমে ৪৩ লক্ষ ও ৫৭ হাজার ৯৮৭৷ শীর্ষ আদালত, উচ্চ আদালত ও নিম্ন আদালত মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লক্ষ ৫৭ হাজার ৯৮৭তে৷

ঠিক সময়ে মামলার শুনানি না হওয়ায় বিচার পাচ্ছেন না মামলাকারীরা৷ বহু ক্ষেত্রে দেখা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি সময়মতো জামিন পাচ্ছেন না এবং শাস্তির মেয়াদ ফুরিয়ে যাওয়া সত্ত্বেও জেলের চার দেওয়ালে বন্দির জীবন কাটাচ্ছেন৷ প্রধান বিচারপতির চিঠিতে এই বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন৷