দু’হাজার কোটি ফাঁকি জিএসটিতে


জিএসটির বর্ষপূর্তি পালনে তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। কিন্তু তারই মধ্যে বুধবার এই কর ফাঁকি নিয়ে আশঙ্কার কথা জানালেন খোদ ডিরেক্টর জেনারেল অব জিএসটি ইন্টেলিজেন্স জন জোসেফ। বললেন, দু'মাসেই জিএসটিতে ২,০০০ কোটি টাকার কর ফাঁকি ধরা পড়েছে। তাঁর মতে, তা হতে পারে হিমশৈলের চূড়া মাত্র।

শুধু ছোট সংস্থা নয়, বড় কর্পোরেট ও বহুজাতিকগুলিরও রিটার্ন জমায় গলদ রয়েছে বলে জানান জোসেফ। তাঁর দাবি, ৮০% জিএসটি জমা দিয়েছে ১ লক্ষেরও কম সংস্থা। অথচ এতে নথিভুক্ত সংস্থা ১ কোটিরও বেশি। ফলে কর জমার ছবিটা মোটেই ভাল নয়। এ জন্য পুরো ব্যবস্থা খতিয়ে দেখা জরুরি। তদন্ত অনুযায়ী, বহু ক্ষেত্রেই নকল বিল বা ইনভয়েস তৈরি হয়েছে। কিন্তু পণ্য সরবরাহ হয়নি। জাল ইনভয়েস দেখিয়ে আগে মেটানো কর ফেরতের দাবি জানানোর ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।