উন্নয়নের ডালি সাজিয়ে আজ কর্নাটক, তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী


নয়াদিল্লি: একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে আদ দক্ষিণ ভারতের দুই রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন কর্নাটকের কালাবুরাগি ও তামিলনাড়ুন কাঞ্চিপুরমে যাবেন প্রধানমন্ত্রী৷ শিক্ষা, শক্তি, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন প্রকল্পের পাশাপাশি আয়ুস্মান ভারতের সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলবেন মোদী৷

ভারতের বিভিন্নপ্রান্ত থেকেই ব্যাঙ্গালোরে পড়ুয়ারা যান পড়ার জন্য৷ এদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর-পূর্ব ভারতের পড়ুয়ারা৷ বেঙ্গালোরে উত্তর-পূর্ব ভারতের ছাত্রীদের জন্য একটি হস্টেলেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী৷ এছাড়া শিলান্যাস করবেন বঙ্গালুরুর ইএসআইসি হাসপাতালের৷ কেলাইপেট্টাই-ওয়ালাজাপেটে ৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণেরও সূচনা করবেন তিনি৷ এছাড়াও ডঃ এমআরজি কলেজে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমজি রামারাওয়ের মূর্তিও উদ্বোধন করার কতা রয়েছে প্রধানমন্ত্রীর৷

পুলওয়ামা হামলার পর বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী জোট ও তাদের দৃষ্টিভঙ্গিকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷ প্রশ্ন তুলেছেন ভারতীয় সেনাদের ভূমিকা ঘিরে বিরোধীদের ধারণা নিয়ে৷ সামনেই লোকসভা ভোট৷ দিন ঘোষণার অপেক্ষা মাত্র৷ তার আগে এই সভাগুলিকেই বিজেপি সরকারের উন্নয়ন কর্মসূচি প্রচারের মাধ্যম করে তুলেছে৷ এদিনের সবা থেকে বিরোধী শিবিরকে নিশানা করে কি বলেন মোদী সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল৷