আমার বাবা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন, বললেন মমতা


1/5

তাঁর বাবা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন বলে মঙ্গলবার দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

2/5

পুলওয়ামাকাণ্ডের পর মোদী সরকার 'দেশপ্রেম' নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, ''দেশের লোক প্রকৃত সত্য জানতে পারছে না। এর জন্য যা ইচ্ছে শাস্তি দিতে পারি। সাধারণ নাগরিক হিসেবে কথা বলার অধিকার আমার আছে''। 

   
3/5

মমতা আরও বলেন,''যে-ই সমালোচনা করছে, তাকে পাকিস্তানি ও দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে''। এরপরই তাঁর সংযোজন,''আমার বাবা স্বাধীনতা আন্দোলন করে এসেছিলেন। দেশপ্রেমের শিক্ষা তাদের কাছে নেব না, যারা গান্ধীজিকে খুন করেছে''। 

   
4/5

দিন কয়েক আগে মমতা জানতে চেয়েছিলেন, এয়ার স্ট্রাইকে কত জন ও কারা মারা গিয়েছে? এব্যাপারে কোনও তথ্যই দেয়নি ভারত সরকার। বিদেশি সংবাদমাধ্যমগুলিও দাবি করছে, একজন আহত হয়েছে। আসল সত্যটা কী? বোমাটা ঠিক জায়গায় পড়েছিল তো? আর এই মন্তব্য নিয়েই মমতাকে নিশানা করেছে বিজেপি। তাদের বক্তব্য, পাকিস্তানের সুরে কথা বলছেন তৃণমূল নেত্রী। 

 

5/5

এদিন মমতা তার পাল্টা বলেন,''আমরা দেশের পক্ষে। আমরা জনগণের পক্ষে। আমরা মানুষের। কিন্তু আমরা মোদীবাবুর বিপক্ষে। উনি প্রধানমন্ত্রী পদের লজ্জা''।