পুলওয়ামা হামলার আগেই মাসুদ বলেছিল ‘কাশ্মীর দ্রুত স্বাধীন হবে’


শ্রীনগর: পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের প্রধান মসুদ আজহার সহযোগিদের উদ্দেশ্যে বলেছিল " পাকিস্তান কাশ্মীরকে ছাড়া অসম্পুর্ণ"৷ এই কথা সে পুলওয়ামায় আত্মঘাতি হামলার আগে বলেছিল বলে জানা যাচ্ছে৷ এই হামলায় সিআরপিএফের ৪০ জন জওয়ান শহীদ হয়৷ যদিও হামলার সহ্গে তাদের যোগের কতা অস্বীকার করে জইশ৷

ইন্ডিয়ন এক্সপ্রেসের খবর অনুযায়ী, ভারত মাসুদের এই অডিও ইসলামাবাদকে প্রমাণ হিসেবে দিয়েছে৷ জানা যাচ্ছে পুলওয়ামা হামলার ঠিক দশ দিন আগে কাশ্মীরে নিহত জঙ্গিদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে বলেছিল " কাশ্মীর খুব জলদি আজাদি পাবে"৷ মনে করা হচ্ছে এই অডিও ৫ই ফেব্রুয়ারির৷ এই অডিওতে আজহার ভারত এবং আমেরিকার বিষয়ে কথা বলছে৷

জানা যাচ্ছে সে বলেছে," ভারত কাশ্মীর নিয়ে কথা বলতে খুব দ্রুত ভিক্ষা চাইবে৷ কাশ্মীরের যদি সব মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ ভারতের বিরুদ্ধে হয়ে যায়, তাহলে এক মাসের মধ্যে আমরা জয় পেয়ে যাব.'' এক আধিকারিক বলেন এই অডিওর মাধ্যমে স্পষ্ট যে পাঠানকোট, উরি এবং সাম্প্রতিক কালের পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড আজও হামলার পরিচালনা এবং ভারতের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে৷

আজহার পুলওয়ামা হামলার আগে বলে কাশ্মীর শীঘ্রই আজাদী পাবে৷ এই অডিও থেকে স্পষ্ট যে আজহর বড় কোনও হামলার ছক কষেছিল বলে মনে করা হচ্ছে৷ এমনকি এই অডিওতে আজহার উস্মানের মৃত্যুর পর জঙ্গিদের তার দেখানো পথে চলার নির্দেশ দিচ্ছে৷