আজ থেকে স্কাইওয়াক


আজ, সোমবার দক্ষিণেশ্বর রানি রাসমণি স্কাইওয়াকের পথচলা শুরু। বিকেলে ইস্পাত নির্মিত স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। থাকবেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সৌগত রায়, খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দক্ষিণেশ্বর কালীমন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরি, বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুধীরানন্দজি মহারাজ, কামারহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গোপাল সাহা, বরাহনগর মিউনিসিপ্যালিটির চেয়ারপার্সন অপর্ণা মৌলিক প্রমুখ।
৩৪০ মিটার লম্বা এবং ১০ মিটার চওড়া স্কাইওয়াকটি সেজে উঠেছে এলইডি আলোয়। রয়েছে সিসি টিভির নজরদারি। এর মাধ্যমে রেলওয়ে এবং মেট্রো স্টেশন থেকে সরাসরি মন্দিরের সামনে আসা যাবে। সারা বছর ধরে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আসেন দক্ষিণেশ্বর মন্দির দর্শনে। তাঁদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চার বছর আগে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক নির্মাণের পরিকল্পনা করেন। শুরু হয় কাজ। দক্ষিণেশ্বর মন্দিরের মূল প্রবেশপথে সারি সারি দোকান স্কাইওয়াক তৈরির অন্তরায় হয়ে দাঁড়ায়। স্কাইওয়াকে হকারদের পুনর্বাসনে ১৩৭টি দোকান নির্মাণ করে দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে দোকানগুলি বিলি করা হয়েছে। স্কাইওয়াকে রয়েছে বিশ্রামকক্ষও।‌