টাকা না পেয়ে গৃহবধূকে বিষ খাইয়ে খুন! উত্তর দিনাজপুর উত্তরবঙ্গ


রায়গঞ্জঃ টাকা না পেয়ে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। রায়গঞ্জের ঘটনা। মৃত গৃহবধূর নাম শ্যামা খাতুন (২৮)। এই ঘটনায় শ্যামার স্বামী সহ মোট আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
১০ বছর আগে রায়গঞ্জের রহমতপুর গ্রামের বাসিন্দা সেলিম মহম্মদের সঙ্গে বিহারের কাটিহার জেলার বারসইয়ের বাসিন্দা শ্যামার বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে পণের টাকার জন্য শ্যামার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাত তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। শনিবার দুপুরে শ্যামাকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করে তারা। শ্যামার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর শ্যামাকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। রবিবার দুপুরে সেখানে মৃত্যু হয় ওই গৃহবধূর।

এদিন মৃতের পরিবারের তরফে রায়গঞ্জ মহিলা থানায় মৃতার স্বামী সহ মোট আটজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। মহিলা থানার ওসি শাস্বতী কর্মকার জানান, খুনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চলছে।