ইডির ই-মেল কান্ডে গ্রেফতার সফটওয়্যার বিশেষজ্ঞ


কলকাতা: অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)- র জালে সফটওয়্যার বিশেষজ্ঞ অনন্ত সুন্দর রঞ্জন৷ ইডির ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়ো মেল করার অভিযোগ। অভিযুক্তের কাছ থেকে বাজেয়াপ্ত একাধিক গ্যাজেট ও ব্যাংকের নথি।

পুলিশ সূত্রে খবর, নিউ টাউনের অনন্ত সুন্দর রঞ্জন তার পুনের এক ব্যবসায়ী বন্ধুকে ১১ লক্ষ টাকা দিয়েছে৷ ওই ব্যবসায়ী টাকা ফেরত দিচ্ছিল না৷ তখন অনন্ত নিজেকে ইডির ইস্টার্ন রিজিওন্যাল স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্ত বলে একটি ভুয়ো ই-মেল অ্যাকাউন্ট বানিয়ে ফেলে৷ ওই মেল থেকে ব্যাংকে মেল করে ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়৷ ইডির নামে ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাংক ও এজেন্সিতে মেল করা হচ্ছিল৷ জানতে চাওয়া হচ্ছিল গুরুত্বপূর্ণ তথ্য। বিষয়টি সল্টলেক সিজিও কমপ্লেক্স এর ইডি অফিসারদের নজরে আসে৷

এরপরই ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিযোগ করেন বিধাননগর পুলিশ কমিশনারেটে। পুলিশ প্রথমে তদন্তে নামলেও পরে তদন্ত ভার তুলে দেওয়া হয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে৷ রবিবার সফটওয়্যার বিশেষজ্ঞ অনন্ত সুন্দর রঞ্জনকে গ্রেফতার করা হয়৷