অ্যাপের ক্লিকেই ধোপা হাজির হবেন আপনার বাড়ির দরজায়


পোশাক, খাবারের পর এবার মোবাইল ফোনে এক ক্লিকেই বাড়ির দরজায় '‌ধোলাইওয়ালা'‌। নোংরা জামাকাপড় কাচার জন্য আর ছুটির দিনটাকেও নষ্ট করতে হবে না। সঙ্গে যদি একটা স্মার্ট ফোন থাকে, চিন্তা কী!‌ ধোলাইওয়ালা‌ মোবাইল অ্যাপস ডাউনলোড করে নিন। মোবাইল ক্লিক করুন। বাড়ির দরজায় অপরিষ্কার জামাকাপড় নিতে পৌঁছে যাবেন '‌ধোলাইওয়ালা'‌র প্রতিনিধি।

গুগ্‌ল প্লে স্টোর থেকে www.dhulaiwala.cleaning‌ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপসে নিজের নাম, ফোন নম্বর, ই–‌মেল আইডি, ঠিকানা দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশনের পর জানিয়ে দিতে হবে কতগুলি জামাকাপড় কাচানো হবে বা ইস্ত্রি করানো হবে। অর্ডার দেওয়ার পরই বিল–‌সহ বিস্তারিত তথ্য মোবাইলে এসএমএস চলে আসবে। ৭২ ঘণ্টার মধ্যেই কাচা, ইস্ত্রি করা জামাকাপড় পৌঁছে যাবে বাড়িতে। কাচা পোশাক হাতে পাওয়ার পরই বিল মেটাতে হবে। দু'‌রকম ভাবে পোশাক কাচা হয়। নর্মাল ওয়াশ এবং সফ্‌ট ওয়াশ (‌ড্রাই)‌। কেজি দরে এখানে জামাকাপড় কাচা হয়। সফ্‌ট ওয়াশ (‌‌ড্রাই)‌‌ ক্লিনিংয়ের ক্ষেত্রে ১২০ টাকা কেজি। সাধারণ কাচার ক্ষেত্রে ৬০ টাকা কেজি। সংস্থার কর্ণধার বিবেককুমার আগরওয়ালের বক্তব্য, এখন জীবনধারাটা বদলে গেছে। ছোট ছোট পরিবার। স্বামী–স্ত্রী দু'‌জনেই চাকরি করেন। কাজের সময়ও পরিবর্তন হয়েছে।  অপরিষ্কার জামাকাপড় জমা হয় সপ্তাহান্তে কাচার জন্য।  ভরসা ওয়াশিং মেশিন কিংবা ধোপা।  সপ্তাহের একটা ছুটি, সেও নষ্ট হয়ে যায়। কাচা, শুকনো, ইস্ত্রি করা। সেই ঝঞ্ঝাট থেকে রেহাই দিতেই এই ভাবনা। তৈরি হয় ধোলাইয়ালা ক্লিনিং ইন্ডিয়া লিমিটেড। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন পরিষেবা। কলকাতায় এখন ৩০টি দোকান রয়েছে। সারা দেশে ৬০টি দোকান রয়েছে। কলকাতা ছাড়াও অন্যান্য রাজ্যে এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এয়ারপোর্ট, বাগুইআটি, লেক টাউন, নিউ টাউন, সল্টলেক, কৈখালি, দমদমের একাংশে পরিষেবা পাওয়া যাচ্ছে। ধোলাইওয়ালা মোবাইল পরিষেবায় খুশি টিসিএসের কর্মী প্রভু আইয়ার। কাজের জন্য চেন্নাই থেকে সস্ত্রীক কলকাতায় নিউ টাউনে এসে উঠেছেন প্রভু। সাজানো ফ্ল্যাটে আধুনিক জীবনযাত্রার সব জিনিস থাকলেও সময়ের অভাব একটা বড় সমস্যা। এরকম একটা অ্যাপসের সন্ধান পেয়ে স্বস্তি মিলেছে। প্রভু বললেন, '‌কর্মব্যস্ত জীবনে এটা অত্যন্ত জরুরি একটি পরিষেবা। বিদেশে এ ধরনের পরিষেবা রয়েছে। কিন্তু কলকাতায় বসে এরকম একটা সুবিধে মিলবে, কখনও ভাবিনি।'‌