প্রধান শিক্ষিক সহ স্কুল থেকে অপহৃত ৮১ পড়ুয়া


ইয়াউন্দে: অপহরণ করা হল ৮০ জন পড়ুয়াকে৷ এছাড়া অপহৃত প্রধান শিক্ষকও৷ সোমবার স্কুলে ঢুকে তাদের অপহরণ করা হয়৷ আঁতকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে পশ্চিম ক্যামেরুনের বামেন্দা শহরে৷ সরকার ও সেদেশের সেনা জানিয়েছে এই খবর৷

জানা গিয়েছে, বামেন্দার প্রেসবাইটেরিয়ান সেকেন্ডারি স্কুলে ঢুকে অপহরণকারীরা এই কাণ্ড ঘটায়৷ এখনও অবধি অপহরণের দায় কেউ স্বীকার করেনি৷ সংবাদসংস্থা রয়টার্সকে সেদেশের সেনা মুখপাত্র জানিয়েছে, স্কুলের প্রধান শিক্ষক সহ ৮১ জনকে অপহরণ করা হয়েছে৷ তাদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে৷ এই ঘটনায় সরকারের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি৷

বামেন্দা ইংরেজি ভাষা প্রধান শহর৷ স্বাধীনতার দাবিতে মাঝেমধ্যেই এখানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনার সংঘর্ষ বাধে৷ ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া'র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিচ্ছিন্নতাবাদীরা কারফু জারি করে৷ তার জেরে শহরের বেশিরভাগ জায়গায় বন্ধ ছিল স্কুল৷

এদিকে আগামী মঙ্গলবার সপ্তমবারের জন্য প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন পল বিয়া৷ ৮৫ বছর পল ৩৫ বছর ধরে দেশের শাসনক্ষমতা ভোগ করছেন৷ আফ্রিকা মহাদেশের আরো অনেক দেশের মতোই সমস্যা আর অস্থিরতায় জর্জরিত ক্যামেরুন। দেশটিতে সবচেয়ে বেশি সঙ্কট রাজনৈতিক।

ক্যামেরুন আগে জার্মানি উপনিবেশের অংশ ছিল৷ প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ও ফ্রান্স ক্যামেরুনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়৷ ফ্রান্সের দখলে যাওয়া অংশটি ১৯৬০ সালে স্বাধীন হয়৷ দেশটির নতুন নাম হয় ক্যামেরুন৷ তার পরের বছর ব্রিটিশ শাসিত দক্ষিণ ক্যামেরুনকে সদ্য গঠিত ক্যামেরুনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়৷

পরবর্তীকালে দেশের শিক্ষা থেকে বিচারবিভাগ সবেতেই ফরাসি ভাষা বা সংস্কৃতির প্রভাব দেখা দিতে শুরু করে৷ ক্যামেরুনের প্রেসিডেন্ট নিজেও ফরাসি সম্প্রদায়ের৷ এই নিয়ে দেশে দুটি গোষ্ঠীর জন্ম হয়৷ বঞ্চনার অঙিযোগে ইংরেজিভাষীদের মধ্যে অসন্তোষ দানা বাধতে বাধতে ২০১৬ সালে তা সামনে চলে আসে৷ কিন্তু প্রেসিডেন্ট কড়া হাতে সেই বিক্ষোভ দমন করেন৷

তার পরের বছর ২০১৭ সালে অ্যাংলোবাদীরা 'রিপাবলিক অফ অ্যামবাজোনিয়া' নামে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে আন্দোলন শুরু করে৷ প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলে সময় যত গড়াতে থাকে ততই সেটি হিংসাত্মক হয়ে উঠতে শুরু করে৷ বিচ্ছিন্নতাবাদীরা পুলিশ ও সেনার উপর হামলা করে৷ স্কুলে আগুন ধরিয়ে দেয়৷ ভয়ে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছেড়ে পালিয়েছেন৷