‌দুইয়ের বেশি সন্তান থাকলে ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত, বললেন রামদেব


জনসংখ্যা নিয়ন্ত্রণে এবার সরব হলেন বাবা রামদেব। নিজে সাংসারিক জীবনের জঞ্ঝাটে যাননি। কিন্তু দেশে জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রামদেব পরামর্শ দিয়েছেন তিনি। রামদেব বলেছেন যাঁদের দুইয়ের অধিক সন্তান রয়েছে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। এই নিয়ে সরকারকে কড়া হওয়া উচিত বলে মনে করেন পতঞ্জলির প্রতিষ্ঠাতা। 
তিনি দাবি করেছে, তাঁর মত যাঁরা সাংসারিক জীবন যাপন করেন না তাঁদের বিশেষ মর্যাদা দেওয়া উচিত সরকারের। আর যাঁরা বিয়ে করে দুয়ের বেশি সন্তান নিয়েছেন তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। রবিবার হরিদ্বারে নিজের আশ্রমে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন রামদেব। 
রামদেব বলেছেন বেদ–এ নাকি দশের অধিক সন্তান নেওয়ার অনুমতি রয়েছে। কিন্তু যখন দেশের জনসংখ্যা ১২৫ কোটি ছাড়িয়ে গিয়েছে সেখানে এই নীতি কাজ করে না। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের এবার বিশেষ নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।