‌‌হলদিয়ায় দুই বোন খুনে গ্রেপ্তার বাবা


হলদিয়ার ভবানীপুর থানার বড়বাড়িতে দুই বোন খুনের ঘটনায় গ্রেপ্তার হল বাবা। সোমবার ভোররাতে বিপ্লবকুমার দাস নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। তার পকেট থেকে উদ্ধার হয়েছে সেই চাবিটিও যেটি দিয়ে সে মেয়েদের খুনের পর বাড়ির দরজায় তালা দিয়ে পালিয়েছিল। কেন বিপ্লব নিজের মেয়েদের খউন করল তা এখনও স্পষ্ট নয়। সোমবার আদালতে তুলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিস।

রবিবার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে সীমা দাস নামে ১৫ বছরের এবং পূজা দাস নামে ১০ বছরের দু'‌বোনের দেহ উদ্ধার করে পুলিস। সীমা নবম শ্রেণির ছাত্রী এবং পূজা চতুর্থ শ্রেণির ছাত্রী। বিকেলে তাদের মা সাগরিকা বাজার যান। দু'‌বোনের সঙ্গে বাড়িতে ছিলেন বিপ্লবকুমার। সন্ধ্যা নাগাদ বাজার থেকে ফিরে সাগরিকা দেখেন ঘরের দরজায় তালা লাগানো এবং দরজার ফাঁক গলে চুঁইয়ে বেরোচ্ছে রক্তের ধারা। প্রতিবেশীরা গিয়ে দরজা ভেঙে সীমা এবং পূজার গলা কাটা দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেয়। বিপ্লব পলাতক ছিল। দুটি পৃথক ঘরে দু'‌বোনের দেহ উদ্ধার হয়। ঘরের জিনিসপত্র ওলটপালট অবস্থায় ছিল। খুনে ব্যবহৃত অস্ত্র দুটিও উদ্ধার করে পুলিস।