ধোঁয়াশায় ঢাকল দিল্লি, নিরাপদ মাত্রার চেয়ে দূষণ ২০ গুণ বেশি


দিল্লি : ফের ধোঁয়াশায় ঢাকা পড়ল রাজধানী দিল্লি। আজ সাতসকালে বিষবাষ্পে ভরে যায় দিল্লির বাতাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে ২০ গুণ বেশি পার্টিকুলেট ম্যাটার ছিল দিল্লির ওখলা এলাকার বাতাসে। ফলে, সমস্যায় পড়েন বাসিন্দারা।

দীপাবলির দু'দিন আগে থেকে বাতাসের গুণগত মান কমে যাবে বলে সতর্ক করেছিলেন আবহাওয়া অফিসের আধিকারিকরা। সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল আজ। বাতাসে দূষণকারী পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ ছিল ২.৫। এদিকে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে খড় পোড়ানোর প্রভাবও পড়ে বাতাসে। ফলে, সকাল সকাল রাস্তার দৃশ্যমানতা কম ছিল।

এর উপর আবার বুধবার দীপাবলি রয়েছে। সর্বত্র পুড়বে আতসবাজি। বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত চলবে আতসবাজি পোড়ানো। ফলে, বাতাস আরও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, প্রতিবছর ধোঁয়াশার কারণে ভারতে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। WHO-এর মতে, দিল্লির বাতাসের গুণগত মান বিশ্বে সবথেকে খারাপ।