আরবিআই গভর্ণর উর্জিত প্যাটেলকে শো-কজ নোটিশ


নয়াদিল্লি: ঋণ পরিশোধ যারা করতে পারেনি, তাদের নামের তালিকা প্রকাশে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় আরবিআই গভর্ণর উর্জিত প্যাটেলকে শো-কজ নোটিশ পাঠালো Central Information Commission (CIC).

পাশাপাশি, বাকি থেকে যাওয়া ঋণ নিয়ে প্রাক্তন গভর্ণর রঘুরাম রাজনের চিঠি প্রকাশ্যে আনা হোক বলেও সিআইসি দাবি তোলে, প্রধানমন্ত্রীর কার্য্যালয়, অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কাছে৷

প্রসঙ্গত, এর আগে কেন্দ্রের সঙ্গে মতানৈক্যের জেরে আরবিআই গভর্ণর পদত্যাগ করতে পারেন বলেও শোনা গিয়েছিল৷

গত অক্টোবরেই, অনাদায়ী ঋণ নিয়ে রিজার্ভ ব্যাংকের ভূমিকায় প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাঁর প্রশ্ন ছিল- ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে যখন ব্যাংকগুলি ঢালাও ঋণ দিয়েছে তখন রিজার্ভ ব্যাংক তা কতটা নিয়ন্ত্রণ করেছে? কারণ এখন তো অনাদায়ী ঋণের পাহাড় প্রমাণ বোঝা দাঁড়িয়েছে৷

এর পাশাপাশি, একটি রিপোর্ট অনুযায়ী জানা যায়, সরকার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সেকশন ৭-কে লাগু করতে পারে৷ এর ভিত্তিতে সরকার বিভিন্ন ইস্যু এবং জনগমের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়গুলির ওপর কাজ করার জন্য আরবিআই গভর্ণরকে নির্দেশ দিতে পারে৷ দেশ স্বাধীন হওয়ার পর এই সেকশন আজ পর্যন্ত ব্যবহৃত হয়নি৷

এই সেকশনই যদি কেন্দ্রীয় সরকার লাগু করে তাহলে উর্জিত প্যাটেল ইস্তফা দিতে পারেন বলে শোনা গিয়েছিল কিছুদিন আগেই৷ যদিও আরবিআই এবং অর্থমন্ত্রক থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি বলে জানায় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড৷