সাজা আরও বেড়ে ১০ বছরের জেল খালেদা জিয়ার


ঢাকা: সাজা আরও বাড়ল বিএনপি নেত্রী খালেদা জিয়ার। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিল হাইকোর্ট। আগে থেকেই পাঁচ বছরের জন্য কারাবন্দি বিএনপি নেত্রী৷ সোমবার সেই সাজা আরও বাড়িয়ে সাত বছর করা হয়। মঙ্গলবার সেই মেয়াদ বাড়ল আরও তিন বছর।

এদিন সকাল সাড়ে ১০টায় আদালতের তরফে এই ঘোষণা করা হয়। এছাড়া এদিনের রায়ে সালিমুল হক ও শরফুদ্দিন আহমেদের ১০ বছরের কারাদণ্ডও বহাল রইল।

এদিকে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই সুপ্রিম কোর্টর বর্ধিত ভবনের সামনে ছিল বাড়তি নিরাপত্তা। রায় ঘোষণার সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনালের মুরাদ রেজা, মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ফরহাদ আহমেদ, একরামুল হকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

২০১১ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা বেআইনি লেনদেনের অভিযোগে খালেদা জিয়া সহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক৷ সেই মামলায় জেল হয়েছে বেগম জিয়ার৷