ফুরিয়ে গিয়েছে ধোনি? জোর চর্চায় নেটিজেনরা


মু্ম্বই:  'গেছে যে দিন একেবারেই কি গেছে — কিছুই কি নেই বাকি?' ধোনির ব্যাটিং ফর্ম নিয়ে এই ট্রোলই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

টিম থেকে বাদ পড়ার পর তাঁর চেয়ে বিস্ফোরক ব্যাটিং প্রত্যাশা করেছিল অনুরাগীরা৷ অনেকেই ভেবেছিল, কেরিয়ারের প্রথমবার জাতীয় দল থেকে বাদ পরে পুরনো মেজাজে পাওয়া যাবে ধোনিকে৷ বিস্ফোরক তো নয়ই, উল্টে বিশ্বকাপের আগে খাদের কিনারার ধোনির ব্যাটিং৷ মুম্বইয়ের ব্রেবোর্নেও এদিন ধোনি ফ্লপ৷ মাহি'র ব্যাটিং ম্যাজিক যেন ফুরিয়েছে!

সিরিজের তিন ইনিংসে মাহির ব্যাটে যথাক্রমে এসেছে, ২০,৭, ২৩৷ বিশ্বকাপের আগে যা সত্যিই চিন্তার৷ ধোনির ফিটনেস বা কিপিং নিয়ে কোনও প্রশ্ন তোলার কারণ নেই৷ কিপিং বিভাগে প্রতিদিনই বয়সকে ছাপিয়ে যেতে দেখা যাচ্ছে মাহিকে৷ কিন্তু ব্যাটিংয়ে হতাশ করছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক৷

ব্যাটে ধার কমেছে৷ স্লগ ওভারেও পুরনো দাপট নেই৷ ফিনিশার অনেকদিন আগেই ফিনিশ! মিডল অর্ডারে ধোনির অভিজ্ঞতা দলের সম্পদ৷ এভাবে ব্যর্থ হলে নির্বাচকদের কুনজরে পড়ে বিশ্বকাপের আগেই না অবসরের পথে হাঁটতে হয় ধোনিকে৷

এই মুম্বইয়ে ব্রেবোর্ন থেকে কয়েক কিলোমিটার দূরেই ইতিহাস লিখেছিলেন মাহি৷ ২০১১ সালে এপ্রিলের এক সন্ধ্যেয় ওয়াংখেড়েতে ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল ধোনিকে৷ বছর সাতেক বাদে অবশ্য মুম্বইয়ের আরেক স্টেডিয়াম থেকে অল্প রানের ফিরতে হল মাহিকে৷ ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারছেন না৷ সাত মাস পরেই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ৷ চিত্রনাট্যেক কি নতুন কোনও পরিবর্তন অপেক্ষা করছে? মাহি অনুরাগীরা আশা রেখে শুধু বলছেন 'পিকচার আভি বাকি হ্যায়!'