ভূ-স্বর্গে ফের শুরু গুলির লড়াই


শ্রীনগর: জঙ্গি তল্লাশি অভিযান জারি রয়েছে৷ তার মধ্যে মঙ্গলবার দুপুরে পুলওয়ামার ত্রালে শুরু হয়ে গেল নিরাপত্তা রক্ষী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, 42RR, SOG এবং 180 BN CRPF-এর যৌথ বাহিনী ত্রালের মানদুরা এলাকা ঘিরে ফেলে জঙ্গি তল্লাশি অভিযানে নামে৷ আর তার মধ্যেই জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে৷ মনে করা হচ্ছে, দুই থেকে তিনজন জঙ্গি এখনও লুকিয়ে থাকতে পারে ওই স্থানে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াই চলছে৷

এদিকে, সোমবারই বিএসএফের গাড়ি লক্ষ্য করে হামলা করে সন্ত্রাসবাদীরা৷ হামলার জেরে আহত হন পাঁচ বিএসএফ জওয়ান৷ ঘটনাটি কাশ্মীরের পান্থ চক এলাকার৷ সংবাদসংস্থা এএনআই জানায়, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ বিএসএফ হেডকোয়ার্টারের সামনে ঘটে ঘটনাটি৷ তার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় তার জন্য সচেষ্ট ছিলেন জওয়ানরা৷

আইজি সিআরপিএফ রবি দীপ সিং সাহি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷ এদিন সন্ধ্যা ৬টা নাগাদ হেডকোয়ার্টারের সামনে হামলা করে জঙ্গিরা৷ সেই সময় দুটি গাড়ি এলাকায় টহল দিয়ে হেডকোয়ার্টারে ফিরছিল৷ সেই সময় গাড়ি দুটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসবাদীরা৷ চার থেকে পাঁচজন গুলিবিদ্ধ হন৷