বায়ুদূষণে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশেঃ WHO-র রিপোর্


নয়াদিল্লি: বাতাসে বাড়ছে দূষণের পরিমাণ ৷ গাড়ি-কারখানার ধোঁয়া বাতাসে মিশে বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ ৷ এহেন অবস্থায় শিশুদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে এই পরিবেশে ৷
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য ৷ ২০১৬ সালে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ১৫ বছরের নীচে যাদের বয়স ৷ তারা এই বায়ুদূষণের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ দেশের প্রায় ৬ লাখ শিশু এই বায়ুদূষণের কবলে রয়েছে ৷ যাদের মধ্যে প্রত্যেকেই শ্বাসকষ্টের পাশাপাশি কোনও না কোনও কঠিন রোগে আক্রান্ত ৷ পাশাপাশি এই বাযু়দূষণের জেরে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশে ৷

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতে প্রায় ৯৮ শতাংশ শিশু এই বায়ুদূষণের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ বিশেষত যাদের বয়স পাঁচ বছরের থেকেও নিচে ৷ তারা এই দূষণে একেবারে জর্জরিত ৷

বিশ্বের ধনী দেশগুলি বাদে, আয়ের নিরিখে 'মধ্যবিত্ত' এবং 'নিম্ন-মধ্যবিত্ত' দেশগুলির পরিস্থিতি ভয়াবহ ৷ সেই সমস্ত দেশের মধ্যেই উপরের সারিতে রয়েছে ভারত ৷ শুধু রাস্তার যানবাহনই নয় ৷ পাশাপাশি বাড়ির ভিতরের দূষণেও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে ৷

অন্যদিকে, দিল্লির দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে ৷ এই দূষণের জন্য দায়ী গাড়ি, কংক্রিটের গুঁড়ো এবং হরিয়ানা, পঞ্জাব-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে চাষের কাজে খড় পোড়ানোর ছাই ৷