‌বদলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আস্থানাকাণ্ডের তদন্তকারী অফিসার


রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্তকারী অফিসারকে বদলির নামে দীপান্তরে পাঠিয়েছিল মোদি। সেই বদলির নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন সিবিআই অফিসার একে বসাই। শীর্ষ আদালতে আবেদনে বসাই জানিয়েছেন ঘুষ কাণ্ডে আস্থানা যে যুক্ত ছিল তার প্রমাণ রয়েছে তাঁর কাছে। এই ঘটনার তদন্তে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবি জানিয়েছেন তিনি।

গত ২৪ অক্টোবর সিবিআইয়ের নব্য নিযুক্ত প্রধান এম নাগেশ্বর রাও দায়িত্ব নেওয়ার পরেই বসাইকে আন্দামানে বদলির নির্দেশ দেন। সেই নির্দেশিকায় বলা হয়েছিল অর্ডারটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে আন্দামানে কাজে যোগ দিতে হবে।

অলোক বর্মা এবং রাকেশ আস্থানাকে সরানোর কয়েকঘণ্টার মধ্যেই সিবিআইয়ের একাধিক আধিকারিককে রাতারাতি বদলি করা হয়েছে। ভারপ্রাপ্ত সিবিআই প্রধান নাগেশ্বর রাওয়ের জারি করা এই বদলির নির্দেশিকা এখন শীর্ষ আদালত বিবেচনা করবে বলে জানানো হয়েছে। যাঁদের নাগেশ্বর রাও বদলির নির্দেশিকা দিয়েছে সেই অর্ডার অবিলম্বে আদালতে পেশ করতে বলেছে বলা হয়েছে।