এয়ারস্ট্রাইকে ১৯ আইএস জঙ্গিকে খতম করল এয়ারফোর্স


কাবুল: বিমান হানায় নিকেশ হয়েছে ১৯ জন আইএস জঙ্গি৷ সংবাদসংস্থা জিনহুয়া এই তথ্য দিয়েছে৷ আফগানিস্থানের হাস্কা মিনা জেলায় এই বিমান হানা চলে৷

আফগানিস্থানের স্বরাষ্ট্রমন্ত্রক এই খবরের সত্যতা স্বীকার করেছে৷ এক বিবৃতি জারি করে জানানো হয়েছে নানগারহার প্রদেশ জুড়ে বিমান হানা চালানো হয়৷ জঙ্গিদের গোপন ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হানা চলে৷ এই হামলাতেই ১৯ জন আইএস জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে৷

মৃত জঙ্গিদের মধ্যে আইএসের দুজন ডিভিশনাল কমিশনার ছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর৷ তাদের নাম কোয়ারি এসরার ও মুল্লাহ হাসগার৷ তবে এই বিমান হানা আফগান বায়ু সেনা, ন্যাটো নাকি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যৌথ বাহিনী চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷

এরআগে, চলতি মাসের ৮ তারিখ বিমান হামলায় আফগানিস্তানে ৩৩ জঙ্গিকে নিকেশ করা হয়৷ দেশটির প্রতিরক্ষামন্ত্রক জানায়, গত ২৪ ঘন্টায় আফগান ও মার্কিন সেনার বিমান হামলায় ৩৩ জঙ্গিকে হত্যা করা হয়। সংবাদসংস্থা টোলো নিউজ সূত্রে খবর ছিল, প্রথম বিমান হানা হয় নাদ আলি ও মারজা জেলার হেলমান্দ প্রদেশে৷ সেখানে জঙ্গিদের গোপন আস্তানায় হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করে মার্কিন সেনা। বিমান হামলায় ধ্বংস হয় প্রচুর অস্ত্র, গোলা-বারুদ ও জঙ্গিদের ডেরা৷