বিমানবন্দরের কাছে সরকারি বাসে আগুন


কলকাতা: এয়ারপোর্টের কাছে চলন্ত সরকারি বাসে আগুন৷ যাত্রীদের মধ্যে আতঙ্ক৷ এলাকায় যানজট৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী৷
 
বুধবার সকালে আসানসোল-করুনাময়ী রুটের একটি বাসে আগুন লাগে৷ ঘটনাটি ঘটে সকাল সাড়ে এগারটা নাগাদ এয়ারপোর্ট আড়াই ও তিন নম্বর গেটের মাঝে৷ এদিন সকালে বাসটি আসানসোল থেকে করুনাময়ী আসছিল৷ তখনই আগুন লাগার ঘটনাটি ঘটে৷ খবর দেওয়া হয় দমকলকে৷ ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন৷ তার আগেই চালক যাত্রীবাহি চলন্ত বাসে ধোঁয়া দেখতে পেয়ে বাসটি থামিয়ে দেন৷ যাত্রীদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়৷

জানা গিয়েছে আড়াই নম্বর গেটের কাছে একটি হোটেল থেকে আনা হয় অগ্নি নির্বাপণ যন্ত্র৷ তা দিয়েই বাসের আগুন নেভানো হয়৷

দমকলের প্রাখমিক অনুমান বাসের ব্যাটারিতে সর্ট শার্কিট হয়েই আগুন ধরে যায়৷ তবে এই দুর্ঘটনার জেরে কেউ আহত হননি বলে জানা গিয়েছে৷ ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে ভিআইপি রোডে যানজটের সৃষ্টি হয়৷