শ্রীনগরে সিআরপিএফ-কে লক্ষ্য করে ৩ জায়গায় গ্রেনেড হামলা, আহত ৪ জওয়ান


সিআরপিএফ-এর গাড়ির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যুতে ফের উত্তপ্ত হচ্ছে কাশ্মীর উপত্যকা। শনিবার তিন জায়গায় সিআরপিএফ-কে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। তিনটি ঘটনায় ৪ জন সিআরপিএফ জওয়ান-সহ মোট ৮ জন আহত হয়েছেন। উত্তেজনা প্রশমণে শ্রীনগরের বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। 

গত শুক্রবার শ্রীনগরে সিআরপিএফ-এর গাড়িতে হামলা চালায় একদল স্থানীয়। ঘটনার সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে আহত হন ৩ স্থানীয় যুবক। তাদের মধ্যে কাইসের ভাট নামে এক যুবকের হাসপাতালে মৃত্যু হয়। শনিবার তাঁর শেষকৃত্যে অংশগ্রহণ করেন কয়েক শ' স্থানীয় মানুষ। 

উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় প্রশাসন শেষযাত্রায় বাধা দিলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ বাঁধে। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ফেল পাথর ছুড়তে থাকে তারা। পালটা কাঁদানে গ্যাসের সেল ও প্যালেট ছোঁড়ে পুলিস। বেশ কিছুক্ষণ খণ্ডযুদ্ধের পর জনাকয়েক ব্যক্তি কাইসেরের দেহ ইদগাঁ মাঠে সমাহিত করেন।

পুলিসের তরফে জানানো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে পাথর ছোড়ার খবর মিলেছে। তবে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা।