জলের জন্য ছত্তিশগড় থেকে হেঁটে মধ্যপ্রদেশ যাচ্ছেন বাসিন্দারা


পেন্দ্রা (ছত্তিশগড়) : গরমে শুকিয়ে গেছে জলাশয়। কুয়োতেও জল নেই। গ্রামের বাসিন্দাদের প্রয়োজনীয় জলের উৎস বলতে একটি মাত্র হ্যান্ড পাম্প। কিন্তু তাতেও বেশি জল ওঠে না। এই অবস্থায় বাধ্য হয়ে জলের জন্য নিত্যদিন মধ্যপ্রদেশ যেতে হচ্ছে ছত্তিশগড়ের পেন্দ্রার বাসিন্দাদের। তার জন্য পায়ে হেঁটে প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় প্রতিদিন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, "খাবার জলও নেই। তার জন্য পাঁচ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের পৌরা গ্রামে যেতে হয়।"

পেন্দ্রার এক সরকারি আধিকারিক জানান, সমস্যা মেটাতে অনুরোধ করা হয়েছে অতিরিক্ত ফান্ডের জন্য। জলের সমস্যার জন্য গ্রামে বন্ধ রাখা হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কাজ।