Paytm ব্যবহার করেন? তাহলে অবশ্যই পড়ুন


মুম্বই:  লেনদেনকে আরও সহজ করল Paytm৷ যোগ করা হল 'মাই পেমেন্টস্' ফিচারটি৷ যেখানে টাকা ট্রান্সফার হবে একেবারে নিখরচায়৷ মাত্র কয়েক মুহূর্তে টাকা পৌঁছে যাবে নির্দিষ্ট অ্যাকাউন্টে৷ KYC Paytmর ইউজার নন এমন ব্যাক্তিরাও এই সুবিধাটি নিতে পারবেন৷ বহুভাষী এই অ্যাপটি মাসে ৬০,০০০ কোটি লেনদেনের লক্ষ্য রাখছে৷ মুনাফা লাভের কথা ভেবেই সংস্থা ৫,০০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷

Paytmর ভাইস প্রেসিডেন্ট এক বক্তব্যে জানান, 'মাই পেমেন্টস্' মাধ্যমে আমরা লেনদেনকে আরও সহজ করার চেষ্টা করেছি৷ আমাদের গ্রাহকরা জানেন যে Paytm একটি ডিজিটাল ওয়ালেট কম্পানির থেকেও বেশি কিছু৷ ভবিষ্যতে আমরা ইউজারদের জন্য আরও নতুন ফিচারস্ আনব৷ যাতে তাঁরা প্রতিদিন Paytm কে তাঁদের কাজে লাগাতে পারেন৷

মাসের প্রথমে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (APSRTC) সঙ্গে Paytm যুক্ত হতে চলেছে৷ যেখানে দুটি সংস্থা মিলিতভাবে আনছে অনলাইন বাস রিজার্ভেশনের সুবিধাটি৷ সেখানে ৩,২৭৬ APSRTC সার্ভিস পাওয়া যাবে ১,২৫০ টি রুটের জন্যে৷