সল্টলেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি , এলাকায় উত্তেজনা


শিক্ষক পদে চাকরি চেয়ে ধর্মতলায় এসএসসি প্রার্থীদের অনশন অষ্টম দিনে। বৃহস্পতিবার সল্টলেকে এসএসকে-এমএসকে শিক্ষক ও অশিক্ষকরাও অবস্থান চালিয়ে যাচ্ছেন। সকালে সল্টলেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। দুপুরে প্যারাটিচাররা আন্দোলনে যোগ দেন। ব্যারিকেড ভেঙে সবাই বিকাশ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিকাশ ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। কয়েক হাজার এসএসকে এবং এমএসকের শিক্ষক-অশিক্ষক জড়ো হয়েছেন। এই শিক্ষকরা পঞ্চায়েত দপ্তরের অধীনে কাজ করেন। জট কাটাতে গত মঙ্গলবার বিকাশ ভবনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। কিন্তু সমাধানসূত্র আসেনি।

এদিন ফের আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে বিকাশ ভবনে ডাকা হতে পারে বলে জানা গিয়েছে। বিজেপি, কংগ্রেস এবং বামেরা আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। সল্টলেকে এসএসকে, এমএসকে শিক্ষক, সুপারভাইজারদের বেতন বৃদ্ধি ও শিক্ষা দপ্তরের অধীনে আসতে চেয়ে এক সপ্তাহ ধরে অবস্থান চলছে। বিধাননগর সিটি পুলিশ এই এলাকা অভূতপূর্ব নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছে। সিজিও কমপ্লেক্স থেকে করুণাময়ী পর্যন্ত যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।