কর্মহীন যুবক–যুবতীদের জন্য ‘‌যুবশ্রী অর্পণ’, রাজ্য সরকার দেবে ১ লক্ষ টাকা


হাওড়ার আড়ুপাড়ায় বুধবার রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের কর্মহীন যুবক–যুবতীদের জন্য নতুন প্রকল্পও চালু করলেন তিনি। এদিন সভামঞ্চ থেকে '‌যুবশ্রী অর্পণ' চালু করেন মমতা। এই প্রকল্পে প্রতি বছর ব্যবসার জন্য ৫০ হাজার ছেলেমেয়েকে ১ লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার। তিনি জানান, 'বাংলার কর্মসংস্থান বাড়াতে কর্মহীন যুবকদের ১ লক্ষ টাকা করে ভাতা দেওয়া হবে৷ যাতে তাঁরা ব্যবসা করতে পারেন৷'‌ এমএসএমই–র মাধমে বছরে ৫০ হাজার বেকার যুবক–যুবতীদের এককালীন এই টাকা অনুদান দেওয়া হবে। এই অনুদান পেয়ে কর্মহীন যুবক–যুবতীরা যে নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন, এমনটাই আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ এর আগে গত ৪ ফেব্রুয়ারি বাজেট পেশের সময় এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করার প্রস্তাবও দিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বলেছিলেন, 'আমরা বাংলার শিক্ষিত কর্মহীন যুবক-যুবতীদের স্বনিযুক্তি প্রকল্পের জন্য এককালীন এক লক্ষ টাকা করে অনুদান দেব৷' এদিন হাওড়ার সভামঞ্চ থেকে বাংলার কর্মসংস্থান প্রসঙ্গে মুখ খোলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, '‌সারা ভারতবর্ষ জুড়ে যখন নোটবন্দি হয়েছিল তখন আমিই প্রথম নোটবন্দিকে '‌খারাপ'‌ বলেছিলাম। ‌নোটবন্দির পর থেকে এখনও পর্যন্ত গোটা দেশে ২ কোটি ছেলেমেয়ে চাকরি হারিয়েছেন। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। আর বাংলা সেখানে বাকি সব রাজ্যের তুলনায় কর্মসংস্থানে সেরা হয়েছে। একশ দিনের কাজে আমরা সবার থেকে এগিয়ে। উৎকর্ষ বাংলা প্রকল্পেও আমরা এগিয়ে। এখনও পর্যন্ত বাংলায় কিন্তু ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।'‌‌‌