আল্লাকে ভয় পাও, ওঁর কৃপায় আমি এখনও বেঁচে আছি: মাসুদ আজহার


নয়াদিল্লি: জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের মৃত্যু নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল ভারতীয় সংবাদমাধ্যমে৷  বিশেষ করে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ু সেনার 'এয়ার স্ট্রাইকে'র পর মাসুদের মৃত্যু নিয়ে সন্দেহ দানা বাঁধছিল৷

সম্প্রতি মাসুদ আজাহারের একটি অডিও ক্লিপ ভারতীয় সংবাদমাধ্যমের হাতে এসেছে৷ যেখানে মাসুদকে বলতে শোনা যাচ্ছে, সে বেঁচে আছে৷

১১মিনিটের অডিও ক্লিপটিতে মাসুদ বলছেন, ''আল্লাকে ভয় পাও, মাদ্রাসা ও মসজিদ ভাঙা থেকে বিরত থাকো৷ মনে রাখবে যখন মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে নামে তাদের সঙ্গে আল্লার আর্শিবাদ থাকে৷ আল্লাকে ধন্যবাদ, আমার মৃত্যু নিয়ে পুরো বিশ্বে চর্চা হলেও আমি বেঁচে আছি৷ ভালো আছি৷''
 
পুলওয়ামার বদলা নিতে পাকিস্তানের বালাকোট সেক্টরে জইশের জঙ্গিঘাটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা৷ বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের মূল উদ্দেশ্য ছিল জইশ জঙ্গিদের খতম করা। পুলওয়ামা হামলার বদলা নিতে তাই ২৬ ফেব্ররুয়ারি এয়ার স্ট্রাইক চালানো হয় বালাকোটের জইশ জঙ্গি ঘাঁটিতে। সেই ঘাঁটিতে একগুচ্ছ জঙ্গি সেইসময় উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। তবে জইশের মাথা মাসুদ আজহারের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল।

সম্প্রতি একটি সূত্র থেকে খবর আসছিল যে বালাকোটেই ছিল মাসুদ আজহার। আর ভারতীয় বায়ুসেনার ফেলা বোমাতেই নাকি মৃত্যু হয়েছে তার। 'ইন্ডিয়া টুডে'-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই সূত্র বলছে ভারতের ফেলা বোমায় গুরুতর আহত হয় মাসুদ আজহার। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালেই মৃত্যু হয়েছে এই মোস্ট ওয়ান্টেড জঙ্গিনেতার।

অন্য একটি সূত্র দাবি করছিল, আগে থেকেই কিডনির অসুখে ভুগছিল আসুদ আজহার। কিডনি ফেল করেই তার মৃত্যু হয়েছে। তবে বেঁচে থাকলেও যে বেশ কিছুটা ভীত মাসুদ তা তার ১১.৪১ মিনিটের অডিও ক্লিপ থেকেই বোঝা যায়৷ ভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা অডিও ক্লিপটির শুরুর দিকে মাসুদকে বলতে শোনা যায়, ''আজ ৪ মার্চ ২০১৯, জানিনি এই বার্তাটি যতক্ষণে আপনাদের কাছে পৌঁছবে ততক্ষণে আমি জীবিত থাকব কিনা৷ কারণ মৃত্যু উপর কারও হাত নেই৷ মৃত্যু প্রেমিকার সঙ্গে মিলিয়ে দেয়৷''