লেনদেনের সীমা ₹১০ হাজার, লোকসভার আগে কড়া কমিশন


লোকসভা ভোট হোক বা পঞ্চায়েত-- প্রার্থীদের বিরুদ্ধে বেহিসেবি খরচের অভিযোগ ওঠে বারংবার। এবার কিন্তু ভোটের আগে থেকেই এ বিষয়ে কড়া অবস্থান নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের খরচ বাবদ একজন প্রার্থী কোনও ব্যক্তিকে নগদ ১০ হাজার টাকার বেশি দিতে পারবেন না। এমনটাই নির্দেশ জারি কমিশনের।

প্রার্থীদের অধিকাংশ খরচই করতে হবে চেকের মাধ্যমে। কমিশন সূত্রে জানা গিয়েছে, একজন প্রার্থী তাঁর নির্বাচনী প্রচারের জন্য সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা খরচ করতে পারবেন। আর সেই হিসেবের ওপর কড়া নজর রাখবেন কমিশন নিয়োজিত পর্যবেক্ষকরা। ইতোমধ্যেই এই বিষয়ে আয়কর ও শুল্ক দফতরের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন।

শুধু তাই নয়, বিমানপথে টাকা আনা নেওয়ার ক্ষেত্রেও বিমানবন্দর কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এতকিছুর পরেও ভোটে 'টাকার খেলা' বন্ধ করা যাবে কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই।