‌মোদি–আদিত্যনাথের গড়েই কংগ্রেসের দায়িত্বে প্রিয়াঙ্কা


বারাণসী থেকে লোকসভা ভোটে জিতেছিলেন নরেন্দ্র মোদি। যা কিনা পূর্ব উত্তরপ্রদেশের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত। আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গড় হল গোরক্ষপুর। এখানকার মঠের প্রধান ছিলেন আদিত্যনাথ। অর্থাৎ বিজেপির দুই হেভিওয়েটের গড়েই এবার বোন প্রিয়াঙ্কার উপর দায়িত্ব তুলে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অর্থাৎ একনজরে দেখলে মনে হবে প্রিয়াঙ্কা গান্ধীর মতো ব্যক্তিত্বকে পুরো দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু রাজনৈতিক মহলের মত, লোকসভা নির্বাচনের আগে মোদি–আদিত্যনাথের গড়ে প্রিয়াঙ্কার উপর দলের ভার ছেড়ে দেওয়া আসলে কংগ্রেসের মাস্টারস্ট্রোক। 
এদিকে, কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণার পরেই টুইট করে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানান স্বামী রবার্ট বঢরা। লেখেন, 'অভিনন্দন পি.‌.‌.‌ তোমার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ মূহূর্তে সবসময় তোমার পাশে রয়েছি। নিজের সেরাটা দিও।'  টুইট করে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কংগ্রেস শীর্ষ নেতৃত্বের এই পদক্ষেপের প্রশংসা করেন প্রশান্ত ভূষণ। লেখেন, '‌ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় অপেক্ষার অবসান। হয়ত অনেকেই কংগ্রেসের এই ঘোষণার সময়, প্রিয়াঙ্কার দায়িত্ব এবং দলে তাঁর স্থান নিয়ে আলোচনা করবে। তবে আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ যে, শেষপর্যন্ত প্রিয়াঙ্কা নিজের কাঁধে দায়িত্বটা তুলে নিয়েছেন। অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয়াঙ্কা।'‌‌