‌৩১৫ কোটির পাহাড় গড়ে কর্মীদের বোনাস


টাকার পাহাড়। গল্পে, কাহিনিতে নয়। বাস্তবেই এমন কাণ্ড ঘটিয়েছে চীনের একটি সংস্থা। ৫০০০ কর্মীকে বোনার দেওয়ার জন্য ৩১৫ কোটি ২২ লক্ষ ৫০ টাকার পাহাড় গড়েছেন তাঁরা। চীনের জিয়াংশি প্রদেশের নানচাং শহরের এই ইস্পাত কারখানায় প্রায় ৫০০০ জন কাজ করেন। তাঁদের সকলকে বছর শেষে বিপুল পরিমাণ টাকার বোনাস দেওয়া হয়। চীনা নববর্ষের আগেই এই বোনাস দেওয়া হয়।

জানা গিয়েছে এই সংস্থার ৫০০০ কর্মীর প্রত্যেকে এবার ৬২ লাখ টাকার বোনাস পাবেন। মোট ৩৪ কোটি টাকার বোনাস কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা ঘোষণা করেছে এই ইস্পাত কারখানা। সংস্থার কাছে এই বিপুল পরিমাণ টাকার বোনাস নিয়ে কী করবেন এখনও ঠিক করে উঠতে পারেননি অনেক কর্মীই।

বোনাস নিয়ে এমন চমক চীনে এই নতুন নয়, গত বছর চীনের এক সংস্থা বোনাসের জন্য কর্মীদের নিয়ে একটি অভিনব খেলার আয়োজন করেছিলেন। একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি কাচের বাক্সে টাকা ওড়ানো হবে। সেই সময়ের মধ্যে যে কর্মী যত টাকা সংগ্রহ করতে পারবেন সেটাই তাঁর বোনাস হবে।