জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে গ্রেপ্তার ৯


আইএসআইএস যোগ থাকায় ৯ জনকে গ্রেপ্তার করল মহারাষ্ট্রের অ্যান্টি টেরর স্কোয়াড (‌এটিএস)‌। মহারাষ্ট্রের মুমব্রা, ঠাণে এবং ঔরঙ্গাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৭ বছরের এক কিশোর রয়েছে বলে খবর। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, প্রজাতন্ত্র দিবসে এরা নাশকতা করতেই জমায়েত হয়েছিল বলে মনে করছেন এটিএসের কর্তারা।

এটিএস সূত্রে খবর, আগামী ২৬ তারিখ দেশে প্রজাতন্ত্র দিবসে নাশকতা ছড়াতে এরা স্লিপার সেল হিসাবে কাজ করতে এসেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গোয়েন্দা মারফৎ খবর পেয়ে এটিএস কয়েক সপ্তাহ ধরে হন্যে হয়ে এদের খোঁজ করছিল। অবশেষে গভীর রাতে এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। 
এটিএস দপ্তরের এক কর্তা জানান, এই ৯ জনের দলটি কাজ করতে শুরু করেছিল। তাই ১২ জনের টিম তৈরি করে তিন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এই ৯ জনের সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে রাসায়নিক, বিস্ফোরক, মোবাইল ফোন, হার্ড ড্রাইভ, সিম কার্ড, অ্যাসিডের বোতল এবং ধারালো ছুরি। এদের জেরা করে আসল তথ্য বের করতে চাইছে এটিএস।