শহরতলিতে শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত আবহাওয়া দফতরের


গুমোট গরমে নাজেহাল হচ্ছিল রাজ্যবাসী। বিকেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতেই স্বস্তি মিলল। কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শিলাবৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এভাবে দফায় দফায় বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত্ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বিকেল গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে দক্ষিণ কলকাতা ও আশেপাশের কিছু এলাকায়। বিকেল সওয়া ৫টা নাগাদ গড়িয়া, হরিদেবপুর এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সেই সঙ্গে নেমে আসে শিলাবৃষ্টিও। 
 
অন্য দিকে, বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাতের পাশাপাশি কলকাতা সহ কয়েকটি জেলার উপর  দিয়ে প্রতি ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আগাম সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।

বলা হয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর,  বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, এবং হুগলি-তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা হলেও গরম কমবে বলে আশা আবহবিদদের।