দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া ঝুপড়িতে আগুন, ভস্মীভূত ৩৫টি ঝুপড়ি


দক্ষিণেশ্বরের মন্দির লাগোয়া ঝুপড়িতে বিধ্বংসী আগুন লেগে ভস্মীভূত ৩৫টি ঝুপড়ি। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ এই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার রাতে আচমকা আগুন লাগাল পর ঝুপড়ির বাসিন্দারা ঘর ছেড়ে বেড়িয়ে আসেন। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় তাঁদের বাড়ি। রাতে ঝুপড়িবাসীদের থাকতে হয় খোলা আকাশের নীচে। পুড়ে গিয়েছে আধার কার্ড, ভোটার কার্ড সহ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথি। সব মিলিয়ে দিশেহারা ঝুপড়ির বাসিন্দারা। কি কারণে এই আগুন তা জানা না গেলেও, দমকলের প্রাথমিক অনুমান, কোনও ঝুপড়ি থেকেই আগুন ধরেছে বলে মনে করা হচ্ছে। আপাতত পুলিস–প্রশাসন আশ্রয়হীন ঝুপড়িবাসীকে স্থানীয় স্কুলে থাকার বন্দোবস্ত করেছে। তাঁদের স্থায়ী আস্তানা তৈরি করার চিন্তা–ভাবনা করছে প্রশাসন।