সুপার সাইক্লোন ইদাই প্রাণ কাড়ল ১৪০ জনের


হারারে: প্রবল গতিতে আছড়ে পড়ল সুপার সাইক্লোন ইদাই৷ কম করেও ১৪০ জনের প্রাণ কেড়েছে বিধ্বংসী এই ঝড়৷ নিখোঁজ বহু৷ সাইক্লোন ইদাইয়ের তাণ্ডবে রাস্তায় উপড়ে পড়েছে গাছ, ছিঁড়ে গিয়েছে বিদ্যুত ও টেলিফোনের তার৷ লক্ষ লক্ষ মানুষ এখন যোগাযোগহীন হয়ে পড়েছে৷

জিম্বাবোয়ে, মোজাম্বিক ও মালাইয়ের চারিদিকে এখন শুধুই ইদাইয়ের তাণ্ডবলীলার ছবি৷ দক্ষিণ আফ্রিকার এই তিনটি দেশ মিলিয়ে দেড় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষতির বহর সবথেকে বেশি মোজামবিকে৷ অধিকাংশ বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ অন্ধকার নেমে এসেছে সেখানে৷ বন্ধ এয়ারপোর্ট৷
 
মোজামবিকের বেইরা শহরে বৃহস্পতিবার থেকে শুরু হয় ঝড়ের দাপট৷ এরপর সেটি গতিপথ পাল্টে জিম্বাবোয়ে ও মালাইয়ে প্রবেশ করে৷ তবে অভিমুখ বদলানোর আগে মোজামবিকে তছনছ করে দেয় ইদাই৷ সাইক্লোনের দাপটে বাড়ি, স্কুল, হাসপাতাল, পুলিশ স্টেশন সব ধ্বংস হয়ে গিয়েছে৷ প্রবল বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ অনেক নিচু এলাকা জলের তলায়৷ আশ্রয়হীন লক্ষ লক্ষ মানুষ৷ সবকিছু ফেলে বাঁচার তাগিদে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র ঠাঁই নিয়েছেন৷

এদিকে জিম্বাবোয়ে সুপার সাইক্লোন ৩১ জনের প্রাণ কেড়েছে৷ সেদেশের সরকার জানিয়েছে, ছিমানিমানিতে সবথেকে বেশি মানুষের প্রাণ গিয়েছে৷ এলাকাটি পর্যটকদের কাছে খুবই আর্কষণীয়৷ তবে এখনও অবধি কোনও পর্যটকের মৃত্যুর খবর মেলেনি৷