এবার ১৫ মিনিটেই বাইপাস থেকে পিটিএস! শহরে আরও উড়ালপুলের ভাবনা মুখ্যমন্ত্রীর


এজেসি বোস রোড ফ্ল্যাইওভারের সঙ্গে মা ফ্ল্যাইওভারের সংযোগকারী অংশ খুলে দেওয়া হল শুক্রবার। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে ১৫ মিনিটেই বাইপাস থেকে পিটিএস পৌঁছনো যাবে, পার্কসার্কাস সেভেন পয়েন্টস এড়িয়ে। উড়ালপুলের একটি অংশকে বালিগঞ্জ নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাণিজ্য সম্মেলন শেষে ফেরার পথে উড়ালপুরের সংযোগকারী অংশের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হন মুখ্যমন্ত্রী। সরকারি মহলের দাবি, দুই উড়ালপুলের সংযোগ হওয়ায় পার্কসার্কাস সেভেন পয়েন্টস-এ যানবাহনের চাপ কমবে।

এতদিন পর্যন্ত নিউটাউন কিংবা সায়েন্সসিটির দিক থেকে এজেসি বোস রোড উড়ালপুলে যেতে গেলে পার্কসার্কাস সেভেন পয়েন্টস-এ নামতে হত। ফের উঠতে হল এজেসি বোস রোড উড়ালপুলে। ফলে যানজট তৈরি হত পার্কসার্কাস সেভেন পয়েন্টস এলাকায়। যাত্রীদের অসুবিধা নিরসনে দু বছর আগে ১.৪৪ কিমি লম্বা এই সংযোগকারী অংশ নির্মানের সিদ্ধান্ত  নেওয়া হয়েছিল।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, মা উড়ালপুল থেকে গড়িয়াহাট পর্যন্ত অপর একটি উড়ালপুল তৈরি করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।