সংরক্ষণের দাবিতে গুজ্জার বিক্ষোভে বন্ধ ট্রেন চলাচল


রাজস্থান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল গুজ্জার সম্প্রদায়ের জন্যে ৫ শতাংশ সংরক্ষণ করবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। এর প্রতিবাদে এবার পথে নেমে বিক্ষোভ দেখানো শুরু করেছেন গুজ্জার সম্প্রদায়ের বহু মানুষ। শনিবার বিক্ষোভের দ্বিতীয় দিনে সাওয়াই মাধোপুরের কাছে মালারনা দুঙ্গারে রেললাইনের উপর বসে পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা। এর ফলে বাতিল হয়েছে ৫টি ট্রেন। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ১৫টি ট্রেনের। মধ্য পশ্চিম রেলের এই লাইনই দিল্লি ও মুম্বইয়ের মধ্যে যোগাযোগ তৈরি করে।

গুজ্জার নেতা কিরোরি সিং বইনস্লা তাঁর সমর্থকদের নিয়ে শুক্রবার এই ধরনা শুরু করেন। দাবি, অবিলম্বে গুজ্জার সম্প্রদায়  সহ আরও চারটি সম্প্রদায়ের সংরক্ষণ পাকা করতে হবে।

সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাত্‍কারে বিক্ষোভকারীদের মধ্য়ে একজন জানিয়েছেন, 'আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী খুবই ভালো। আশা করি তাঁরা গুজ্জার সম্প্রদায়ের কথা শুনবেন এবং ভাববেন। আমাদের সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়া তাঁদের কাছে কঠিন কাজ নয়।'

কিরোরি সিং বইনস্লা জানিয়েছেন, এখনও পর্যন্ত সরকার তাঁদের কথায় কান দেননি। সেই কারণেই এই বিক্ষোভ শুরু করেছেন তাঁরা।