হাফিজের সইদের বিরুদ্ধে পাকিস্তানের কাছে ক্ষোভ প্রকাশ দিল্লি


নয়াদিল্লি: কয়েকদিন আগে ভারত বিরোধী স্লোগান তুলে লাহোরে মিছিল করেছিল ২৬/১১ মাস্টারমাইড পাকিস্তানি হাফিজ সৈয়দ। নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনারের কাছে এই মর্মে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

অভিযোগ পত্রটিতে ভারতের তরফে বলা হয়েছে পাকিস্তানের জমিকে ব্যবহার করে ভারত বিরোধী উসকানি দিচ্ছে হাফিজ সইদের মতো মৌলবাদীরা।
 
পাকিস্তানের মাটিতে এই ধরণের মিছিল ভারতের বিরুদ্ধে অশান্তি এবং সন্ত্রাসবাদে লিপ্ত হতে উৎসাহ দিচ্ছে৷ দু-দেশের মধ্যে হওয়া চুক্তির কথা মাথায় রেখে এরকম কোনও কাজে পাকিস্তানের সাহায্য করা উচিত নয়।

প্রসঙ্গত জামাত উদ দাওয়াতের প্রধান সন্ত্রাসবাদী হাফিজ মঙ্গলবার পাকিস্তানের লাহোরে একটি মিছিল করে। যেখানে কাশ্মীরীদের উপর অত্যাচার করছে ভারত এমন দাবি তুলে ভারত বিরোধী কার্যকলাপে যোগ দিতে আমন্ত্রণ জানায় সে দেশের তরুণদের। ৫ ফেব্রয়ারি দিনটিকে 'কাশ্মীরী সলিডারিটি ডে' হিসেবে ঘোষণা করে হাফিজ।