‌বাংলায় আরও ৮–১০ লক্ষ কর্মসংস্থান হবে:‌ মুখ্যমন্ত্রী


সাফল্যের সঙ্গেই শেষ হল রাজারহাটে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। অনুষ্ঠানের সমাপ্তিতে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুষ্ঠান মঞ্চ থেকে সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলার বেকার যুবক–যুবতীদের জন্য খুশির খবরও শোনালেন তিনি। জানালেন, এবারের বিশ্ব বাণিজ্য সম্মেলনে মোট ৮৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। পাশাপাশি প্রায় ৪৫টি বৈঠকের পর সাক্ষরিত হয়েছে ৮৬টি মউ। এর ফলে রাজ্যে বেকারত্ব আরও কমে যাবে। আগামিদিনে রাজ্যে প্রায় ৮ থেকে ১০ লক্ষ কর্মসংস্থান হবে।

তিনি বলেন, '‌এবারের সম্মেলনে অসাধারণ সাফল্য এসেছে। বাংলায় শিল্পের পরিবেশ রয়েছে। আমরা বন্‌ধ সমর্থন করি না। বাংলায় কর্মসংস্কৃতি অনেক ভাল। বিনিয়োগের সেরা ঠিকানা এখন বাংলাই। অন্য কোনও রাজ্য এত সফলভাবে বাণিজ্য সম্মেলন করতে পারত না।'‌ পাশাপাশি তিনি জানান, '‌এবারের সম্মেলনে মোট ৮৬টি মউ স্বাক্ষরিত হয়েছে। মোট ৮৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। সিলিকন ভ্যালিতে টিসিএস, কগনিজেন্ট, টেক মাহিন্দ্রা, ক্যাপজিমিনি, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের মতো সংস্থা বিনিয়োগ করতে রাজি। এর ফলে বাংলায় আরও কর্মসংস্থান হবে।'

মমতা আরও যোগ করেন, '‌নোট বাতিল এবং জিএসটির পর দেশে ২ কোটি মানুষ চাকরি খুইয়েছেন। অথচ বাংলায় বেকারত্ব অনেকটাই কমেছে। আমাদের যুবসমাজ খুবই মেধাবী। আগামিদিনে আরও ৮ থেকে ১০ লক্ষ নতুন কর্মসংস্থান হবে। চর্মশিল্পে ১ লক্ষ ২০ হাজার কর্মসংস্থান হয়েছে।'‌‌ মুখ্যমন্ত্রীর এই কথাই প্রমাণ করে রাজারহাটে ৩৬টি দেশের ৪ হাজার শিল্পপতি নিয়ে অনুষ্ঠিত এই বাণিজ্য সম্মেলন কতটা সফল। সঠিক অর্থেই '‌বেঙ্গল মিনস বিজনেস'।‌‌