সুখবর! গৃহঋণে সুদ কমাল SBI


গৃহঋণের ক্ষেত্রে সুদের হার ৫ বেসিস পয়েন্ট হ্রাস করল ভারতীয় স্টেট ব্যাংক (এসবিআই)। ৩০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে। শুক্রবার থেকেই নয়া সুদের হার কার্যকর হবে।

বৃহস্পতিবারই দ্বিমাসিক আর্থিক নীতি পর্যালোচনা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। যে কারণে রেপো রেট কমে দাঁড়িয়ে ৬.২৫%। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোয় গাড়ি ও বাড়ির লোনে সুদের হার খানিক কমতে চলেছে বলে বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছিলেন।

এর ২৪ ঘণ্টার মধ্যেই গ্রাহকদের জন্য সুখবর ঘোষণা করল দেশের বৃহত্তম ব্যাংক। এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার এদিন এক বিবৃতিতে বলেছেন, 'আরবিআইয়ের আর্থিক নীতি ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা ৩০ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছি।'