গুগল অ্যাসিসটেন্ট এর নতুন ট্রান্সলেট ফিচার ব্যবহার করবেন কীভাবে?


পেপার গুগল অ্যাসিসটেন্ট কে নিজস্ব ট্রান্সলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। গুগলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এ সম্প্রতি একের পর এক নতুন ফিচার যোগ হচ্ছে। যে কোন স্মার্ট স্পিকার (গুগল অ্যাসিসটেন্ট সাপোর্ট সহ), স্মার্ট ডিসপ্লে (গুগল অ্যাসিসটেন্ট সাপোর্ট সহ) তে এই সম্প্রতি নতুন ট্রান্সলেটর ফিচার যোগ হয়েছেন। নতুন ফিচারে আপনার নিজস্ব ট্রান্সলেটর হিসেবে কাজ করবে সখের গ্যাজেটটি। আপাতত 26 টি আলাদা ভাষায় কাজ করবে এই ট্রান্সলেটর। শুরুতে চেক, ড্যানিশ, ডাচ, ইংরেজি, ফিনিশ, ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক, হিন্দি, হাঙ্গেরিয়ান, ইন্দোনেশিয়ান, ইতালীয়, জাপানীজ, কোরিয়ান, ম্যান্ডারিন, পোলিশ, পর্তুগিজ, রোমানিয়ান, রাশিয়ান, স্লোভাক, স্প্যানিশ, সুইডিশ, থাই, তুর্কি, ইউক্রেনীয় এবং ভিয়েতনামী ভাষা সাপোর্ট করবে গুগল অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর।


কীভাবে নিজের গুগল অ্যাসিস্ট্যান্ট কে ট্রান্সলেটর হিসেবে ব্যবহার করবেন? দেখে নিন


১। শুরুতেই 'OK Google' বলে গুগল অ্যাসিস্ট্যান্ট এক্টিভেট করুন.

২। এরপরে গুগল অ্যাসিসটেন্ট কে নিচের যে কোন একটি কমান্ড বলুন

Be my Italian interpreter.
Help me speak Spanish.
Interpret from Polish to Dutch.
Chinese interpreter.
Turn on interpreter mode

৩। এর উপরে যে ভাষা থেকে যে ভাষায় ট্রান্সলেট করতে চান তা জানিয়ে দিন।

৪। সেট আপ হয়ে গেলে গুগল জানিয়ে দেবে। তখন যে কোন একটি ভাষায় কথা বলা শুরু করুন।

৫। দুটি আলাদা ভাষায় কথা বলার সময় গুগোল তা নিজে থেকেই বুঝে নেবে, আপনাকে আলাদা করে কোন বাটন প্রেস করতে হবে না।

৬। ট্রান্সলেটর এর কাজ শেষ হয়ে গেলে Stop, Quit অথবা Exit কমান্ড ব্যবহার করুন।

ঘরের মাঠ ডিসপ্লে থাকলে ট্রান্সলেশন আর সাথেই ডিসপ্লে তে পড়ে নেওয়া যাবে। জানুয়ারি মাসে লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো'তে এই ফিচার প্রথম সামনে এনেছিল সার্চ ইঞ্জিন জায়েন্ট। একইসাথে লঞ্চ হয়েছিল গুগল অ্যাসিস্ট্যান্ট কানেক্ট। এই ফিচার ব্যবহার করে টিভি স্মার্টফোন সহ একাধিক স্মার্ট ডিভাইস কণ্ঠস্বরের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। সাথে কোম্পানি জানিয়েছিল শীঘ্রই গুগোল অ্যাসিস্ট্যান্ট এর সাথে যোগ হবে গুগল ম্যাপস সাপোর্ট।