চিটফান্ড কাণ্ডে গ্রেফতার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়


চিটফান্ড কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। এদিন কলকাতায় সিবিআই কার্যালয়ে দীর্ঘক্ষণ জেরার পরে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপন করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে আইকোর নামে একটি চিটফান্ড সংস্থার টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে।

সুমন তার সংস্থা দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া লিমিটেড ও আইকোর এর মধ্যে তার সম্পাদিত সংবাদপত্র প্রকাশ নিয়ে ৪০ কোটি টাকার চুক্তি করেছিলেন বলে অভিযোগ। সেজন্য ১২ কোটি টাকা আইকোর দেয় সুমনের সংস্থাকে। পরে পার্ক স্ট্রিট থানায় আইকোর অভিযোগে বলে, সুমন টাকা পাওয়ার পর সংবাদপত্র চালিয়ে তার ভাগ আইকোরকে দিতে অস্বীকার করেছেন।

তবে শুধু আইকোর নয়, সারদা সহ বিভিন্ন চিটফান্ড থেকেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।

প্রসঙ্গত এর আগে আইকোর কর্তা অনুকুল মাইতিকে গ্রেফতার করে সিবিআই। তাকে জেরা করে সুমনের নাম উঠে আসে। তারপরে সুমনকে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়। তবে বারবারই কঠিন প্রশ্ন এড়িয়ে তদন্তে অসহযোগিতা করছিলেন সুমন। এমন অভিযোগের পরই তাকে শেষ অবধি এদিন গ্রেফতার করেছে সিবিআই।